আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ১০ কেজি গাঁজাসহ নাইম হােসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃত নাইম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের বাবর আলী ছেলে।
শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের নাটনাপাড়া ঘাট এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । গাংনী থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাটনাপাড়ার ঘাট এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাঁচার হবে,এমন গােপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটিদল নাটনাপাড়া ঘাট এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য পাঁচারকারীরা পালানোর চেষ্টা করলে,পাঁচারকারি নাইমকে গাঁজাসহ আটক করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক নাইম ইসলামকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।