কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারী। আদাবাড়ীয়া ইউনিয়নের ডাংমড়কা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান। নিহত সোনা বানু (৪৫) ওই এলাকার আলী ইসলামের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, স্থানীয়রা ঘটনাস্থলে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ কিংবা কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে ওসি আরও জানান, এখনও কেউ মামলা করতে আসেনি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কাউকে আটকও করা যায়নি।