নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জুন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুন), সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।
মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।