নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের জাদুখালী পাড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় তৌহিদুল ইসলাম (৫১) নামের একজনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত তৌহিদুল ইসলাম পিরোজপুর জাদুখলী পাড়ার ভনার ছেলে। তৌহিদুল ইসলামকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে তৌহিদুল ইসলাম সন্ধ্যার পর বাড়ি থেকে বের হলে পিরোজপুরের জাদুখলী পাড়ার মনসুর আলীর ছেলে রিয়াজুল (৫৫), তার ছেলে লালচাদ (২৫) সহ কয়েক ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তৌহিদুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।