আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরে পৃথক স্থানে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষক নিহত ও ২ গৃহবধুসহ ৩ জন আহত হয়েছেন।
নিহত আবু বক্কর সিদ্দিক মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে।
এছাড়া আহতরা হলেন, সদর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩০), রাজাপুর গ্রামের মজিদুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম (২৫) ও রাধাকান্তপুর গ্রামের মৃত মকির উদ্দিনের ছেলে রহমতুল্লাহ (৫০)।
আহত আঙ্গুরা ও কহিনুরের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বেলাল সুমন।
মঙ্গলবার (২১ জুন), বেলা ১২ টার পর রাধাকান্ত পুর গ্রামের রক্ষিগাড়ি মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কৃষক আবু বক্কর সিদ্দিক ও রহমতুল্লাহ স্থানীয় রক্ষিগাড়ি মাঠে ধান রোপন করছিলেন। ঝমঝম বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই নিহত হন এবং রহমতুল্লাহ আহত হন।
স্থানীয়রা ২ জনকেই বাঁচানোর উদ্দেশ্যে উদ্ধার করে আলগামনযোগে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিক কে মৃত্যু ঘোষণা করেন। এবং রহমতুল্লাহ কে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন।
এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক বেলাল সুমন জানান, গোপালপুর ও রাজাপুরের অপর আহত আঙ্গুরা ও কোহিনুর এ ২ নারীর অবস্থা আশংকাজনক। হাসপাতালে ভর্তি রেখে তাদের দু’জনকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
নিহত আবু বক্কর সিদ্দিকের লাশ নিজ বাসভবন রাধাকান্ত পুরে নেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ ধৌতকরণের কাজ চলছে। বাদ আছর স্থানীয় গোরস্থানে তিনার লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত আবু বক্কর সিদ্দিক মৃত্যুকালে স্ত্রী, কন্যা ও পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। নিহতের লাশ দেখার জন্য রাধাকান্ত পুরসহ আশেপাশের গ্রাম থেকে শতশত নারী-পুরুষ উপস্থিত হন। নিহতের পরিবারের সদস্য ও আত্ত্বীয় স্বজনের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।