আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি হওয়ায় মেহেরপুর জেলা প্রশাসন, সদর উপজেলা পরিষদ এবং সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন), মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, মেহেরপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এবং সদর উপজেলা ভূমি অফিসে এ সংবর্ধনা দেওয়া হয়।
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খান জেলা প্রশাসনের পক্ষে, মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন সদর উপজেলা পরিষদ এবং ভূমি অফিসের পক্ষ থেকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ কে ফুলের শুভেচ্ছাসহ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।