Home » গাংনী উপজেলায় বিদ্যুৎপৃষ্টে লাইনম্যান মারাত্মক আহত

গাংনী উপজেলায় বিদ্যুৎপৃষ্টে লাইনম্যান মারাত্মক আহত

কর্তৃক xVS2UqarHx07
195 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর পল্লী বিদ্যুতের অসাবধানতায় বিদ্যুৎপৃষ্টে মারাত্মক আহত লাইনম্যান সজল (৩৫) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
রবিবার (৩ জুলাই), সকাল ১১ টার দিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সজল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের নাজির হোসেনের ছেলে বলে জানা গেছে।

সজলের সহকর্মী জানান, ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের রাইস মিলের ট্রান্সফর্মারের ফিউজ কেটে যায়। এসময় ১১ হাজার ভোল্ট সাথে থাকা ট্রান্সফর্মার ফিউজ লাগানোর সময় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী সাব-স্টেশনের সংযোগ দেওয়ার ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সজল।
এ সময় স্থানীয়রা সজলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) তানভীর বলেন, রোগীর শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা সম্পাদন পূর্বক উন্নত চিকিৎসার জন্য সজলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন