Home » গাংনীতে গাঁজা ও ফেনসিডিল রাখার অপরাধে ১ জনের জেল-জরিমানা

গাংনীতে গাঁজা ও ফেনসিডিল রাখার অপরাধে ১ জনের জেল-জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
104 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে গাঁজা ও ফেনসিডিল রাখার অপরাধে আবুল সায়েম (৩৫) নামের এক মাদকসেবীকে এক মাসের জেল এবং ২’শ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আবু সায়েম গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের তেরাইল গ্রামের পলদাপাড়ার ইউনুস আলীর ছেলে বলে জানা গেছে।

সোমবার (৪ জুলাই), দুপুরের দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবু সায়েম কে একমাসের জেল ও ২’শ টাকা জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আবু সায়েম তার নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১৩ পুরিয়া গাঁজা ও এক বোতল ফেন্সিডিলসহ আবু সায়েমকে আটক করতে সক্ষমত হয়।

পরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০১৮ সালের ৩৬/৫ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২’শ টাকা জরিমানা প্রদান করেন।

এসময় উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন