নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের পৃথক দুটি অভিযান চালিয়ে হেরোইনসহ নাহিদ হোসেন ও সেন্টু বিশ্বাস নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাদের নিকট থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
মুজিবনগর উপজেলার আনন্দবাস এবং মোনাখালীতে পৃথক অভিযান চালানো হয়। আটক নাহিদ হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের জাকির হোসেনের ছেলে এবং সেন্টু বিশ্বাস আনন্দবাস গ্রামের খোদা বক্স এর ছেলে।
মুজিবনগর থানার এসআই উত্তম কুমার এবং এসআই ইসরাফিল পৃথক অভিযানের নেতৃত্ব দেন। এ ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।