নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে মোটরসাইকেলের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিমুল হোসেন নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে দিকে মেহেরপুর পৌর ঈদগাহ গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত শিমুল মেহেরপুর শহরের হঠাৎপাড়ার হাবিবুর রহমানের ছেলে। জানা গেছে শিমুল মোটরসাইকেল চালিয়ে দ্রুত গতিতে ওয়াপদার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটে। এসময় শিমুল মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।