নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের আটকবর মাঠে রাতের আঁধারে শত্রুতাবশত এক কৃষকের ৪ বিঘা জমির লাউ ও কুমড়ার গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।
সােমবার দিবাগত রাতে সাহারবাটী গ্রামের মােহন আলীর ৪ বিঘা জমির লাউ ও কুমড়ার গাছ কেটেছে দুর্বৃত্তরা। গাংনী থানা সূত্র মাছ মারা যাওয়া ও লাউ-কুমড়ার গাছ কর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।