Home » কুয়াকাটা ভ্রমণে যাওয়ার সময় রাস্তা (সড়ক) পার হতে গিয়ে গাংনীর হাফিজুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন

কুয়াকাটা ভ্রমণে যাওয়ার সময় রাস্তা (সড়ক) পার হতে গিয়ে গাংনীর হাফিজুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন

কর্তৃক xVS2UqarHx07
125 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

কুয়াকাটা ভ্রমণে যাওয়ার সময় রাস্তা (সড়ক) পার হতে গিয়ে হাফিজুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। নিহত হাফিজুল মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াকটা-পদ্মসেতু হাইওয়ে সড়কের উজিরপুর জয়শ্রী নামক স্থানে দ্রুতগামি একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন হাফিজুল।

হাফিজুলের বন্ধু বজলুর রহমান জানান, গ্রামের প্রায় ৪০ জন যুবক কুয়াকাটা ভ্রমণের জন্য একটা বাস যােগে মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে রওনা দিই । মঙ্গলবার দিবাগত রাত সাড়ে১১ টার দিকে কুয়াকাটা –পদ্মাসেতুর ওই সড়কের পাশের একটি খাবারের হােটেলে উঠি। খাবার খাওয়া শেষে সকল বন্ধু বাসে উঠলেও হাফিজুল সড়কের ওপারের একটি তেল পাম্পের টয়লেটে যায়। টয়লেট থেকে বাসে উঠার জন্য সড়ক পার হতে গেলে,দ্রুতগামি অপর একটি বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন