Home » গাংনীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

গাংনীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কর্তৃক xVS2UqarHx07
185 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে রেশমি খাতুন(১৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। রেশমি খাতুন মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ-শালিকার শবে কদরের কন্যা বলে জানা যায়। গত দুই বছর পূর্বে গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের নামাজ মন্ডলের ছেলে আলী হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পারিবারিক কলহের জেরে রেশমি খাতুন আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন দাবি করেন।

গাংনী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল বাশার জানান আমি শুনেছি জুগিন্দা গ্রামের আলী হোসেনের স্ত্রী রেশমি খাতুন আত্মহত্যা করেছে,খবর পেয়ে ঘটনাস্থলে আমি এসেছি হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পরে নিশ্চিত হবে।

এ দিকে আত্মহত্যার খবর পেয়ে গাংনী থানার এস আই আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছান এবং লাশ উদ্ধার করেন,তিনি জানান প্রাথমিক ভাবে বুঝা যাচ্ছে আত্মহত্যা করেছে তার গলায় ফাসের দাগ আছে তাছাড়া আঘাতের চিহ্ন প্রাথমিক ভাবে পাওয়া যায়নি তার পরও ময়না তদন্ত শেষে বুঝা যাবে হত্যা না আত্মহত্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান এস আই আব্দুল মজিদ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন