আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ছাগল চোর সন্দেহে আলমডাঙ্গার বিপ্লব হোসেন (২৬) ও মিন্টু (২৮) কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (২৭ আগস্ট), সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালের দিকে হাড়িয়াদহের রাস্তা থেকে ছাগল চুরির সন্দেহে তাদের আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটককৃত বিপ্লব হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের খয়ের আলীর ছেলে এবং মিন্টু একই উপজেলার হারদী এলাকার মাদার আলীর ছেলে।
গাংনী থানার ডিউটি অফিসার আতিকুর রহমান জানান, বিপ্লব ও মিন্টু নামের ২ জন ছাগল চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।