নিজস্ব প্রতিবেদক:
২ দিনের ব্যবধানে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে আবারও দুই পক্ষের হামলার ঘটনা ঘটেছে।হামলায় আরশাদ আলী নামের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরশাদ আলী সদর উপজেলার পিরোজপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। গত ২৯ আগস্ট পিরোজপুর গ্রামে ক্রিকেটের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষে চারজন আহত হয়েছিল। ওই ঘটনার জের ধরে বুধবার আবারো হামলা করা হলে আরশাদ আহত হন।