আজকের মেহেরপুর ডেস্ক :
মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। আহতরা হলেন-ওই গ্রামের মৃত আবুল হােসেনের ছেলে আশরাফুল ইসলাম (৫০),একই গ্রামের শহিদুল ইসলাম (৫৬)।
অন্যপক্ষের আহত হয়েছেন একই গ্রামের রাইহান হােসেন (৪০)।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে বাদিয়াপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বাদিয়াপাড়া গ্রামের একটি মুদি দােকানে শনিবার দিবাগত সন্ধ্যারাতে দাবা খেলা করছিলেন ওই গ্রামের মিন্টু হােসেন ও তার বন্ধু মামুন হােসেন। খেলায় হারজিত নিয়ে দুবন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয় ৷ এক পর্যায়ে মিন্টু তার বন্ধু মামুনকে ধাক্কা হয়। এনিয়ে রাত ১১টার দিকে মামুনের আত্মীয় আশরাফুল ও শহিদুল প্রতিবাদ করতে গেলে,দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের ৩জন আহত হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।