আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপােতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম থেকে বোমা সাদৃশ্য ৪টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে রাধাকান্তপুর গ্রামের পিটলীতলা নামক স্থানের একটি সার-বিষের দােকান থেকে বস্তুগুলাে উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল।
স্থানীয়রা জানান,রাধাকান্তপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে টুটুল হােসেনের সার ও কীটনাশক এর দোকানের সামনে একটি শপিং ব্যাগের ভিতর লাল কসটেপ দিয়ে মোড়ানো ৪টি বােমা জাতীয় বস্তু স্থানীয় লোকজন দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে খবর দেওয়ায় হয়।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ পৌঁছে সেগুলো উদ্ধার করে বালতি বোঝায় পানির মধ্যে করে থানায় নেয়।