নিজস্ব প্রতিবেদক:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য একদিনের সফরে মেহেরপুর পৌঁছেছেন।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য শনিবার বিকালে মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী সালাম গ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলমসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।