নিজস্ব প্রতিবেদক:
মুজিবনগর উপজেলার পুরন্দপুরের উত্তর পাড়ার বট গাছ চত্বর সংলগ্ন এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্স এর ধাক্কায় হিল্লাল (৪৭) নামের এক কৃষক আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মাঠ থেকে মহিষ চড়িয়ে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুজিবনগর থেকে ৯:১৫ মিনিটে ছেড়ে যাওয়া ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে মহিষ সহ তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় হিল্লাল(৪৭) আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। হিল্লাল একজন মহিষ পালন ও কৃষক বলে জানা যায়। তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দপুর গ্রামের পিতাঃমৃত জোয়ামির হোসেনের ছেলে।