নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে সড়ককে দ্রুতগামী দুটি মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে তহিরুল ইসলাম,জানবার আলীর ছেলে আসকারুল হক ও কালীগাংনী গ্রামের মন্টুর ছেলে হৃদয় হােসেন।
সােমবার কালীগাংনী-কলােনাীপাড়া সড়কে দুটি মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে আহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,সােমবার সকাল ৯টার দিকে তরিকুল ও আশকারুল একটি মোটর সাইকেলযােগে কালীগাংনী থেকে কলােনীপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে হৃদয় মােটরসাইকেলযােগে কলােনীপাড়ায় যাচ্ছিলেন। পথে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষ হয়। এতে ৩জন আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়। এসময় আসকারুলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং হৃদয়কে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।