Home » মেহেরপুর জেলার সেরা ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল আলম

মেহেরপুর জেলার সেরা ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল আলম

কর্তৃক xVS2UqarHx07
99 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলার সেরা ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল আলম। এই উপলক্ষে তাকে পুরস্কৃত করেছেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন ড্রিলসেড মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় সেখানে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার উপস্থিত ছিলেন।

জানা গেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের টিম নিয়ে একাধিক অভিযানে গত মাসে ডাকাত, চোর, মাদক ব্যবসায়ী, সহ একাধিক আসামী আটক করেছেন সাইফুল আলম। এছাড়াও জেলার নামকরা অনলাইন জুয়ার মূল হোতাদেরও গ্রেফতার করেছেন তিনি। সাইফুল আলম চলতি বছরের মার্চে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর দায়িত্ব নিয়ে জেলার মাদক ব্যবসায়ী আটক সহ মাদক উদ্ধার, চোর, ডাকাত, আটক সহ জুয়ার আড্ডায় হানা দিয়ে সুনাম কুড়িয়েছে।

এছাড়াও গত ৩ই মার্চ জেলা গোয়েন্দা শাখার দায়িত্ব নেওয়ার পর এর আগেও ১বার জেলার চৌকস পুলিশ অফিসার হিসেবে পদক ও অর্থ পুরস্কার পেয়েছিলেন তিনি। এ বিষয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল আলম বলেন, কাজ করতে ভালো লাগে তাই নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। তিনি আরো বলেন, জেলার পুলিশ সুপার স্যারের নির্দেশ মাদক, চুরি, ডাকাতি, জুয়াসহ সবরকম বেআইনী কাজ জিরো টলারেন্সে আনতে হবে, তাই সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করি। পুরস্কৃত হয়েছি এতে আমার কাজের গতি আরও বেড়ে যাবে বলে আমি মনে করি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন