Home » গাংনী উপজেলায় এইচ,এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্রীদের উত্যক্ত ও ছবি উঠানাে নিয়ে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের

গাংনী উপজেলায় এইচ,এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্রীদের উত্যক্ত ও ছবি উঠানাে নিয়ে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের

কর্তৃক xVS2UqarHx07
117 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর (মাধ্যমিক) স্কুল এন্ড কলেজের এইচ,এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্রীদের উত্যক্ত ও ছবি উঠানাে (তােলা) নিয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। তবে বহিরাগত কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহত শিক্ষার্থীরা হলেন-বামন্দী-নিশিপুর (মাধ্যমিক) স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এইচ এসসি পরিক্ষার্থী সায়েম,সাজিদ,সাব্বির আহমেদ,নাহিদ হােসেন ,শিশির,মাহফুজ, মুন্নি,আনোন,ইলমান,তানভীর,ফরহাদ ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজের এইচ,এসসি পরিক্ষার্থী ২০২২ এর বিদায় অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বামন্দী স্কুল এন্ড কলেজ সূত্র জানায়,বৃহস্পতিবার ২০২২ সালের এইচ, এসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন বহিরাগত কয়েকজন যুবক শিক্ষার্থীদের উত্যক্ত করছিল ও ছবি তুলতে উদ্যত হয়। এসময় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ করতে যায়। এনিয়ে শিক্ষার্থীদের সাথে বহিরাগত যুবকদের বাকবিতন্ডা হয়। বিদায় অনুষ্ঠান শেষে হলে, লাঠি ও কাঁঠের বাটাম দিয়ে ১২ জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে বহিরাগত।

স্থানীয়রা জানান,হামলা করতে গিয়ে বহিরাগত কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হলেও শিক্ষার্থীদের প্রতিরােধে তারা জখম হয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আরাে জানান,বহিরাগত ছেলেরা প্রায়ই এ প্রতিষ্ঠানের আশে-পাশে ঘােরাফেরা করে। এমনকি ছাত্রীদের উত্যক্ত করে থাকে।

বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ‍্যক্ষ সিরাজুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের সাথে কয়েকজন বহিরাগত ছেলেদের মধ‍্যে কথাকাটা কাটির ঘটনা ঘটেছিল । তাদের ডেকে সমঝােতা করে চলে আসার পরে ঘটনাটি ঘটেছে। এমন ঘটনা দু:খজনক। শিক্ষার্থীদের যারা হামলা করেছে। তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন