আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে বজ্রপাতে মোঃ লিটন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে কুলবাড়িয়া মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত লিটন কুলবাড়িয়া বসতি পাড়ার মোঃ শফির ছেলে।
জানা গেছে ঘটনার সময় লিটন মাঠে কাজ করার সময় মেঘে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত আঘাত হানে। এ সময় বজ্রপাতের আঘাতে লিটন আহত হন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।