Home » চুয়াডাঙ্গায় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে অ্যাডভোকেসী মিটিং অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে অ্যাডভোকেসী মিটিং অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
116 ভিউজ

দামুড়হুদা প্রতিনিধি হাফিজুর রহমান :

চুয়াডাঙ্গায় সরকারী রেসরকারী স্বাস্থ্য প্রদানকারী প্রতিষ্ঠান ও স্কুলের শিক্ষকদের সাথে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে অ্যাডভোকেসী মিটিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ১৫ ই অক্টোবর সকাল ১০ টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে এল এফ নেদারল্যান্ডস এর সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সরকারী রেসরকারী স্বাস্থ্য প্রদানকারী প্রতিষ্ঠান ও স্কুলের শিক্ষকদের সাথে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে অ্যাডভোকেসী মিটিংয়ে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেয়ার দা প্লানেট এ্যাসোসিয়েশন জাপানের বাংলাদেশ প্রতিনিধি পরিমল কুমার রায়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সূর্যের হাঁসি নেটওয়ার্কের ম্যানেজার ডাক্তার মোসতাক আহমেদ, কুলচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ইয়াছমিন, বুজরুক গড়গড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহিদা বেগম, ফার্মপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিম হোসেন, ভিমরুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজেস কুমার পাল, বেলগাছি মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াদ ওয়াহিদ, দৌলতদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহিদুর রহমান মোতাহারুন নেছা সদ্যজাত শিশু স্বাস্থ্যসেবার ম্যানেজার রইছ উদ্দীন, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর ম্যানেজার খাইরুল ইসলাম, অভিভাবক শরিফা খাতুন ও আমিরন নেছা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী ও প্রোগ্রাম ফোকাল সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার ওয়াসেফ প্রকল্পের ফিন্ড ভলেন্টিয়ার আরিফুর রহমান। সহযোগিতায় ছিলেন প্রদীপ প্রকল্পের সুপারভাইজার আসাদুজ্জামান ও সিভিআর ওয়ার্কার মহিবুল হাবীব।

০ মন্তব্য

You may also like

মতামত দিন