নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে পুকুরের পানিতে ডুবে লামিয়া খাতুন (৭) নামের এক শিশু মারা গেছে। শিশু লামিয়া কসবা গ্রামের লিখন হোসেনের মেয়ে।
রবিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে জনৈক শুকুর মীরের পুকুর থেকে লামিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা
স্থানীয়রা জানান,লামিয়া তার সঙ্গীদের সাথে কসবা গ্রামের শুকুর মীরের পুকুরে গোসল করতে নামে। সাঁঁতার না জানায় লামিয়া পানিতে ডুবে যায়। লামিয়ার ডুবে যাওয়ার বিষয়টি তার সঙ্গীরা দৌঁড়ে পরিবারকে জানায়। এসময় পরিবার ও প্রতিবেশীরা এসে পুকুরের পানিতে থেকে তার মরদেহ উদ্ধার করে।