Home » মুজিবনগর উপজেলায় প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে চাঁদা দাবি

মুজিবনগর উপজেলায় প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে চাঁদা দাবি

কর্তৃক xVS2UqarHx07
113 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামে শহিদুল মল্লিকের ছেলে সুমন মল্লিকের বাড়িতে প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে আপনাদের নামে থানায় মামলা আছে বলে ভয় দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ভবানীপুর গ্রামের আরমান আলীর ছেলে হাসিবুল (১৯)ও শিবপুর গ্রামের রহমান শেখের ছেলে শাকিল শেখ (২৬)। রামনগর গ্রামের সুমন মল্লিক ২০হাজার টাকা বিকেলে দেওয়ার কথা বল্লে তারা চলে যায় আবার পুনরায় বিকেলে টাকা নিতে আসলে সুমন মল্লিক গ্রামবাসীকে জানালে গ্রামবাসী তাদেরকে আটকে রাখে এবং থানায় খবর দিলে মুজিবনগর থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে । এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল জানান তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন