নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে ভেজাল,মানসম্মত নয়, মেয়াদবিহীন, কিংখানের মাথা নষ্ট রিং চিপস, চকলেটসহ বিভিন্ন শিশুখাদ্য জব্দ ও পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
শনিবার বিকালের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে মেহেরপুর শহরের বেড়পাড়ার মিনারুল এর ছেলে পলাশ এর কাছ থেকে ভেজাল,মানসম্মত নয়,মেয়াদবিহীন, কিংখানের মাথা নষ্ট রিং চিপস, চকলেট,সহ বিভিন্ন শিশুখাদ্য জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।