Home » মেহেরপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কর্মস্থলেই মৃত্যু

মেহেরপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কর্মস্থলেই মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
110 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আছাদুজ্জামান কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানসহ জেলা উর্ধতন কর্মকর্তা হাসপাতালে ছুটি গিয়েছেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপারিন্টেডেন্ট জমির মো: হাসিবুস সাত্তার জানান, হাসপাতালে নেওয়ার পর তাঁর পরীক্ষা নিরীক্ষার সময় পালস কাজ করছিলো। হাসপাতালে পৌছানোর আগেই তিনি শেষ।

আসাদুজ্জামান মেহেরপুর এলজিইডিতে ২০১৯ সাল থেকে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা গ্রামে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন