Home » গাংনী উপজেলায় ৭ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ

গাংনী উপজেলায় ৭ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
117 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে ৭ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার রামনগর গ্রামের খাঁ পাড়ার মৃত খেজমত আলীর ছেলে আসাদুল হক (৪৮) ও হাফিজুর রহমান (৪০),চর গোয়াল গ্রামের মৃত শামসদ্দীনের ছেলে ইনজাল আলী (৬০), হেমায়তপুর গ্রামের মুনসুর আলী ছেলে মুনতাজ আলী (৩৯), গাংনী উপজেলা শহরের বাজার পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বাদশা মিয়া (৪০), মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাফর আলী (৫০) এবং কালীগাংনী গ্রামের আবুল কাশেমের ছেলে মানিক হোসেন (৪২)।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলার নতুন মটমুড়া গ্রামের জনৈক সাফিরুল ইসলামের রাইচ মিলের কাছ থেকে তাদের আটক করে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটিদল। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল ও এএসআই দরবেশ ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মটমুড়া ইউনিয়েনের নওদা মটমুড়া চৌরাস্তার মোড় এলাকার সাফিরুলের রাইচ মিলে অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে আটক করে। এসময় জুয়াড়ীদের কাছ থেকে নগদ ১২ হাজার ৪৬০টাকা,১সেট জুয়া খেলা তাস উদ্ধার করা হয় । আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন