নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোঃ আবুল কাশেম নামের এক রোগীর পকেট থেকে টাকা নিয়ে পালানোর সময় মোঃ আশিক নামের এক পকেটমারকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টিকিট কাউন্টারে সামনে এ ঘটনা ঘটে। মেহেরপুর সদর উপজেলা উজলপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে আবুল কাশেম মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় সদর উপজেলার রাজনগর গ্রামের কাসেদ আলীর ছেলে মোঃ আশিক বৃদ্ধ’র পকেট থেকে ১ হাজার ৯৫০ টাকা পকেট মেরে পালানোর চেষ্টা করে। এসময় বৃদ্ধ’র চিৎকার স্থানীয় লোকজন পকেটমারকে আটক করে পিটুনি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।