নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনছুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মেহেরপুরে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।
রবিবার সকাল ১১ টায় মেহেরপুর জেলার তিন উপজেলার ১৪ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হওয়া এইচএসসি,মাদ্রাসা বোর্ডের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পরীক্ষা কেন্দ্রের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সম্মানের পরীক্ষা সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।