নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের ডিজিটাল সেন্টারের একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের এনডিসি গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার রনি খাতুন, সহকারি কমিশনার আসাদুজ্জামান নূর, মেহেরপুর পৌরসভার উদ্যোক্তা সানোয়ার হোসেন দিপু। আলোচনা সভায় মেহেরপুর জেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। এসময় ডিজিটাল সেন্টারের একযুগ পূর্তি উপলক্ষে একটি কেক কাটা হয়।