Home » মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
83 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার।

সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,মেহেরপুর জেলা যুব উন্নয়ন দপ্তরের উপ পরিচালক জাহিদ হাসান, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস,মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানু জ্জামান ,মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ,জেলা কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আঃ রাজ্জাক,মেহেরপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম প্রমুখো উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন