নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আধুনিক আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে কৃষির উন্নয়নের জন্য আবহাওয়া তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
কৃষিমন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আবহাওয়া তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়,বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।