Home » মেহেরপুরে অভিযানে চালিয়ে বিভিন্ন এলাকা ৯ মাদক সেবিকে গ্রেফতার করেছে পুলিশ

মেহেরপুরে অভিযানে চালিয়ে বিভিন্ন এলাকা ৯ মাদক সেবিকে গ্রেফতার করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
164 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশের অভিযানে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকা থেকে রাজিব শেখ,সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, শাকিল, বাহাদুর, গফুর খান, লিখন,খালেক এবং উজ্জ্বল নামের ৯ মাদক সেবিকে গ্রেফতার করেছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক রাজিব শেখ মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে, সাইফুল ইসলাম স্টেডিয়াম পাড়া সোহরাব হোসেনের ছেলে, আনোয়ার হোসেন সোহাগ বোস পাড়ার শাহাদত আলীর ছেলে, শাকিল পুরাতন বাস স্ট্যান্ডপাড়া বাবুর আলীর ছেলে, বাহাদুর ফৌজদারি পাড়ার আক্কাস আলীর ছেলে, গফুর খান বামন পাড়ার মধু খার ছেলে, লিখন মাঠপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে, আলেক মুখার্জি পাড়ার করিম মন্ডলের ছেলেএবং উজ্জ্বল হঠাৎ পাড়ার রবিউল ইসলাম এর ছেলে।

জানাগেছে মেহেরপুর সদর ফাঁড়ির এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে সদর ফাঁড়ি পুলিশের একটি দল শহরে বাস স্ট্যান্ডপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবী ঐ যুবকদের গ্রেফতার করে। পরে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাদের ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবক বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদেরকে আটক করা হয়। এ ঘটনার আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণান আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন