Home » গাংনী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়পত্র জমা

গাংনী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়পত্র জমা

কর্তৃক xVS2UqarHx07
121 ভিউজ

সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের বিভিন্ন পদের প্রতিদ্বন্দী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার (২১ নভেম্বর) বিকালে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

গাংনী প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলামিন হোসেন, সদস্য সচিব রফিকুল আলম, সদস্য মাজেদুল হক মানিকের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
সভাপতি পদে বিজয় টিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক পদে মাই টিভি ও বণিকবার্তার জেলা প্রতিনিধি মাহাবুব আলম, সহ-সভাপতি যায়যায়দিন পত্রিকার গাংনী প্রতিনিধি মজনুর রহমান আকাশ, যুগ্ম সম্পাদক পদে দৈনিক শব্দ মিছিলের জেলা প্রতিনিধি জুরাইস ইসলাম, কোষাধ্যক্ষ পদে দৈনিক বাংলাদেশ বার্তা জেলা প্রতিনিধি তাহেরুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার জেলা প্রতিনিধি জিনারুল ইসলাম দিপু, সদস্য পদে হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১ ডিসেম্বর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে।

উল্লেখ্য: গত শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে প্রেসক্লাবে তফসিল ঘোষনা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন