নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামে প্রেমে সহযােগিতা করা সন্দেহে রতন আলী নামের এক যুবককে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়া হয়েছে। আহত রতন কসবা গ্রামের বাসিন্দা। এবং হামলাকারী যুবক একই গ্রামের ফজলুল হক ওরফে ফজল।
মঙ্গলবার সকালে কসবা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে রতন বাড়ি থেকে মোটরসাইকেলযােগে কসবা বাজার এসে বসেন। এসময় একই গ্রামের ফজলু লাঠি দিয়ে আকস্মিক ভাবে তাকে পিটিয়ে একটি হাত ভেঙ্গে দেন। কি কারণে হামলা করা হয়েছে তাৎক্ষনিক ভাবে কেউ জানতে পারিনি। তবে তাদের দু’জনের মধ্যে পূর্বে থেকে কােন অন্তর দ্বন্দ্ব ছিল। যার কারণে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার রতন আলীর পরিবার জানায়,ফজলুর পরিবারের একটি মেয়ে অন্য একটি ছেলের সাথে ভালােবাসার সূত্র ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। তাদের ভালােবাসার কাজে রতন সহযোগিতা করেছে এমন সন্দেহে ফজলু তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। রতনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।