আজকের মেহেরপুর ডেস্ক:
আগামী কাল ২৫ নভেম্বর মেহেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫ টি পদে ১২৬ জন ভোটার তাদের ভোটারের মন জয় করতে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলে সভাপতি পদে মিয়াজান আলী এবং সাধারণ সম্পাদক পদে খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল প্রতিদ্বন্দিতা করছেন। এই প্যানেলে অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, গোলাম মোস্তফা।যুগ্ম সম্পাদক পদে কে এম নুরুল হাসান রঞ্জু, শাহরিয়ার মাহমুদ শাওন। কোষাধক্ষ্য পদে রোকেয়া খাতুন। গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক নূর জামাল জামাল। নির্বাহী সদস্য পদে সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন, রুথ সোভা মন্ডল, মিরাজুল ইসলাম, আবুল হাসেম, ফয়সাল নাসূরুলুল্লাহ কনক এবং রফিকুল ইসলাম রুবেল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অপর প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে এএসএম সাইদুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলে অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম, আহসান মাহবুবুর রহমান। যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, আরিফুজ্জামান। কোষাধক্ষ্য এহান উদ্দিন মনা।গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সাহেব।
নির্বাহী সদস্য মোখলেছুর রহমান খান স্বপন,শফিউল আজম খান বকুল, সেলিম রেজা গাজী, সাইদুর রহমান রিপন, সেলিম রেজা কল্লোল, খুরশিদা খাতুন এবং সেলিম রেজা। এদিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের শেষ মুহূর্তে এসেও প্রার্থীরা তাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শুক্রবার সকাল সাড়ে ন’টায় শুরু হয়ে জুম্মার নামাজের বিরতি দিয়ে দুপুর তিনটায় নির্বাচন শেষ হবে।