Home » গাংনী পৌর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে

গাংনী পৌর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে

কর্তৃক xVS2UqarHx07
95 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাঁশবাড়িয়া পূর্বপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মঈনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান , বৃহস্পতিবার সন্ধ্যায়
মইনুল ইসলামের বাড়ির সকল সদস্যরা বাইরে ছিল।
এ সুযোগে চোরেরা ঘরের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে। এসময় অন্যান্য মালামাল না পেলেও ঘরে রাখা ১৮ লিটার সয়াবিন তেল নিয়ে চলে যায়।

গাংনী থানা সূত্র জানায়,খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে,গত কয়েকদিন আগে সন্ধ্যারাতে একই গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতি আর চুরির ফলে মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি রয়েছে। ফলে আতঙ্ক হওয়ার কিছু নেই বলে পুলিশের পক্ষ থেকে জানানাে হয়ে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন