আজকের মেহেরপুর ডেস্ক;
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামে বিদ্যুত স্পৃষ্টে লাভলু হােসেন (৩৮) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত লাভলু শালদহ গ্রামের নওদাপাড়ার লাল মহাম্মদের ছেলে।
শনিবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান,দুপুরের দিকে লাভলু তার বাড়িতে টিউবওয়েলের সাথে সংযােগকৃত বিদ্যুত চালিত মােটর (পানির পাম্প) মেরামত করছিলেন। অসাবধানবশত বিদ্যুতের তারে লাভলুর শরীর স্পর্শ করে। এসময় সে মারাত্বক ভাবে আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সারগিদুল ইসলাম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।