নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে ২৫ লিটার মদসহ উজ্জল হােসেন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত উজ্জল গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের পূর্বপাড়ার হাফিজুল ইসলামের ছেলে।
শনিবার দিবাগত রাতে র্যাব-১২ মেহেরপুরের (গাংনী) ক্যাম্পের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে মহাম্মদপুর গ্রামের হাফিজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে হাফিজুলের বসতঘর থেকে ২৫ লিটার মদ উদ্ধার করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযােগে হাফিজুলের ছেলে উজ্জলকে আটক করা হয়। র্যাব-১২ (গাংনী) ক্যাম্প সূত্র জানায়,আটককৃত উজ্জলের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।