নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্যাকেটকৃত মিষ্টি, বন রুটি জব্দ করা হয়েছে।
রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মিতা ফুডের শো রুম তল্লাশী করে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্যাকেটকৃত মিষ্টি বন রুটি জব্দ করা হয়। চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারের মিষ্টি ফুড বেকারী খাদ্য সামগ্রী মেহেরপুর সদর উপজেলার বারাদী ও আমঝুপির রবিউল ইসলামের নিকট সরবরাহ করে থাকে।
মিঠুন সেগুলো হকারদের মাধ্যমে দোকানে দোকানে বিক্রি করে।উক্ত বেকারীর বিরুদ্ধে একই অপরাধে মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতে একটি মামলা আছে।সদর উপজেলা সেন্ট্রাল ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।