Home » মেহেরপুরে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

মেহেরপুরে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
105 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার বেলেগাড়ি গ্রামে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে শিপন আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শিপন আলী কে আটক করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শিপন আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহির মাদির চর গ্রামের আলি শাহার ছেলে। সে মেহেরপুর সদর উপজেলার বেলেগাড়ি গ্রামে তার শশুর মাহাবুল হোসেনের বাড়িতে বসবাস করছে। মানসিক প্রতিবন্ধীর বড় বোন আরফাতুন্নেসার দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত শিপন তার বোনকে বিভিন্ন সময় উত্তপ্ত করত।

গত ১ ডিসেম্বর দুপুরের দিকে আরফাতুন বাড়িতে না থাকার সুযোগে শিপন তার মানসিক প্রতিবন্ধী বোনকে মাঠের মধ্যে একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে শিপন তাকে ধর্ষণ করেছে বলে জানান। পরে তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সোমবার মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। সংশোধিত ২০০৩ এর ৯(১)ধারা শিপনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৭।

০ মন্তব্য

You may also like

মতামত দিন