Home » গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিবকে গ্রেফতার করেছে পুলিশ

গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিবকে গ্রেফতার করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
83 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ আহ‌মেদ (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জা‌হিদ গাংনী উপজেলার ছা‌তিয়ান গ্রা‌মের মৃত মে‌ছের আলীর ছে‌লে।

বুধবার দুপু‌রে গাংনী থানা পুলিশের একটিদল বামন্দী বাজার থেকে জাহিদকে গ্রেফতার করে। গাংনী থানা সূত্র জানায়, গাংনী থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নি‌য়ে বুধবার দুপু‌রে বামন্দী বাজারে অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার ক‌রেন। জা‌হিদকে নাশকতার মামলায় গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে জানায় পু‌লিশ।

উল্লেখ্য,আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ২৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাংনী শহরে একটি মিছিল বের করে। এসময় গাংনী সরকা‌রি মা‌ছের হ্যাঁচারির কাছে বিকট শ‌ব্দে কক‌টেল বি‌ষ্ফোরণ হয়। মি‌ছিল লক্ষ‌্য ক‌রে বোমা নি‌ক্ষেপ করা হয়ে‌ছে অ‌ভি‌যোগ করে বিএন‌পি‌কে দায়ি ক‌রেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

ঘটনাস্থল থে‌কে অ‌বি‌ষ্ফো‌রিত ৩টি কক‌টেল উদ্ধার করে পু‌লিশ। ওই রা‌তেই সমেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জান শিপু বা‌দি হ‌য়ে বিএন‌পি নেতাকর্মী‌দের না‌মে মামলা দায়ের ক‌রেন। ওই মামলার আসা‌মি হি‌সাবে রা‌তেই গাংনী পৌর বিএন‌পির আহবায়ক সা‌হিদুল ইসলাম‌কে গ্রেফতার ক‌রে। পরবর্তী‌তে সা‌বেক ইউ‌পি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন