নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন,মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাশিম রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুল আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার কাজী মোহাম্মদ আবুল মনসুর।এদিকে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এর আগে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন,মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাশিম রেজা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ,সদর থানার ওসি রবিউল ইসলাম, মেহেরপুর জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।