নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিএনপির ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-গাংনী উপজেলার তেরাইল গ্রামের রবগুল হোসেনের ছেলে মুন্টু মিয়া (৫০) ও একই উপজেলার বাওট গ্রামের মওলা বক্সের ছেলে সিরাজুল ইসলাম (৫৫)। গ্রেফতারের পর দু’জনকেই শুক্রবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করেছে গাংনী থানা পুলিশ।
এর আগে বৃহষ্পতিবার দিবাগত রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের দু’টিদল। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় গাংনী উপজেলা শহরে ছাত্রলীগের মিছিল চলাকালীন সময়ে ককটেল বিষ্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ককটেল উদ্ধার করে। বিএনপি কর্মীরা ছাত্রলীগের উপর ককটেল হামলা করে উল্লেখ করে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু একটি মামলা করেন। ওই মামলার আসামী হিসাবে মুন্টু মিয়া ও সিরাজুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করে পুলিশ।