Home » গাংনী উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে

গাংনী উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
83 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুনতাজ আলী। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাক্তার আব্দুল্লাহ-আল মারুফ,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গােলাম মােস্তফাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন