নিজস্ব প্রতিবেদক:
স্যালো ইঞ্জিন চালিত মিনি ট্রাকের ধাক্কায় মাদার বিশ্বাস নামের এক ভ্যান চালক মারাত্মক আহত হয়েছেন। তাকে মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার জাদুখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত মোঃ মাদার বিশ্বাস (৫৫) পিরোজপুর শিশুপাড়ার আব্দুল গনির ছেলে।
জানা গেছে ঘটনার সময় মাদার বিশ্বাস পাখি ভ্যান চালিয়ে পিরোজপুর থেকে কাঁঠালপোতা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পাখি ভ্যানটি জাদুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কলা বোঝায় একটি স্যালো ইঞ্জিন চালিত মিনি ট্রাক( লাটা হাম্বা)’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাদার বিশ্বাস গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ এনায়েতপুর পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।