নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার মধ্যরাতে মেহেরপুর মুজিবনগর উপজেলার জয়পুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার ওসি মোঃ মেহেদী রাসেলের নেতৃত্বে মুজিবনগর থানার এসআই (নিঃ) উত্তম কুমার, এসআই(নিঃ) সাহেব আলী সহ মুজিবনগর থানার পুলিশের একটি দল জয়পুর ময়নাতলা মাঠে অভিযান চালান। এসময় পুলিশের আগমনি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল গুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে ফেন্সিডিল গুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ ঘটনা মুজিবনগর থানায় একটি মামলা আদায় করা হয়েছে।