শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় পর্যটন শিল্প উন্নয়নে বিভাগীয় কমিশনার সিলেট এর মতবিনিময় সভা।
(৯ই জানুয়ারি) সোমবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশরফ হোসেন।বিভাগীয় কমিশনার সিলেট এর আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি,উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিব রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী,আজাদ হোসেন,আলী হায়দার, মুরাদ আলী ,জুনাব আলী,মাসুক মিয়া,নিজাম উদ্দিন প্রমূখ।